বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ

বীরগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৫ এএম, শনিবার, ২৯ জুন ২০১৯ | ৭১১

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বীরগঞ্জ থানার এএসআই মঞ্জুরুল হক, এএসআই শফিকুল ইসলাম এর নেতৃত্ব শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বীরগঞ্জ উপজেলা ৯নং সাতোর ইউনিয়নের ২৫ মাইল প্রাণনগর এলাকা থেকে মো. আব্দুল সামাদের ছেলে মো.শেখ ফরিদ (৩১)কে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন।

তার বিরুদ্ধে একটি সাজাপ্রাপ্ত জি আর ওয়ারেন্ট তামিল সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে । এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জিআর ৮৮৯/১১ ঠাকুরগাঁও থানায় মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আসছিল।