২৫ জুলাই চকরিয়া উপজেলার ফাসিয়াঁখালী ও কৈয়ারবিল ইউপির উপ-নির্বাচন
 
												 
																			কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াঁখালী ও কৈয়ারবিল ইউপিতে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার নির্বাচনী অফিস সূত্রে জানা যায়,গত ১৭ জুন ০০৪.১৯.৪৪ নং স্মরকে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে ইউপির নির্বাচন বিধিমালা ঘোষনা করা হয়।
নির্বাচনী তফসীল মতে, আগামী ৩০ জুন মনোয়নপত্র দাখিল, ২ জুলাই প্রার্থী বাছাই, ৯ জুলাই প্রত্যাহারের শেষদিন ও ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার সাখাওয়াত হোছাইন বলেন, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ফাসিয়াঁখালী চেয়ারম্যানের পদত্যাগে পদটি শূণ্য হয়। একই ভাবে কৈয়ারবিল ইউপির ৯নং ওয়ার্ড মেম্বারের অকাল মূত্যুতে পদ শূণ্য হওয়াতে উপ-নির্বাচন হচ্ছে বলে জানান।
 
                         
 
             
            