ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে তীব্র যানজট
 
												 
																			ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩০কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪জুন) সকাল ৭টা থেকে এ যানবাহন সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে যানজট আরো বাড়তে দেখা যায়।
চালকরা জানান, ভোর থেকেই যানবাহনের ধীরগতি ছিল। পরে সকাল ৭টা থেকে এ রুটের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুরে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেকের কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গাড়ির গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ার পর বিকেল থেকে এ রুটের যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জ অংশে সেতুর পশ্চিমপাড় গাড়ি রিসিভ করতে সমস্যা হওয়ার কারণে সেতুর পূর্বপাড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।
 
                         
 
             
            