মির্জাপুরে ২৬ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ চলছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২ এএম, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ | ৬০২

টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ চলছে।দুইদিনে তিন টন ধান সংগ্রহ হয়েছে বলে খাদ্য গুদাম সূত্রে জানা গেছে।

উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে,এ বছর মির্জাপুর উপজেলায় ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৬৩১ টন। ধানের দর নির্ধারিত হয়েছে কেজি প্রতি ২৬ টাকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা ব্যাপি মাইকিং করে কৃষকদের আহবান করা হয় সরকারি গুদামে ধান সরবরাহ করতে। উদ্বোধনের পরই এলাকার বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা ধানের নমুনা নিয়ে খাদ্য গুদামে আসছেন এবং সব কিছু ঠিক থাকলে ধান সংগ্রহ হচ্ছে।

এবছর সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করায় কৃষকেদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করতে দেখা গেছে। উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের কৃষক হারুন অর রশিদ এবং শুভুল্লা গ্রামের তুফাজ্জল হোসেন সরকারি গুদামে সরাসরি ধান বিক্রি করতে পেরে তারা অনেক খুশি।

মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন সরকারি নিয়ম নীতি অনুস্মরণ করেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ চলছে।