মধুপুরে ঝড়ের বাতাসে দেয়াল চাপায় শিশু নিহত

হাফিজুর রহমান. মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯ এএম, শনিবার, ১৮ মে ২০১৯ | ৪৮৭

টাঙ্গাইলের মধুপুরে ঝড়ে নির্মাণাধীন ৩ তলা ভবনের দেয়াল ধসে রাকিব নামের ৫ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার সহোদর ভাই সাকিব এবং তাদের মা দিলরুবা ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় একই পরিবারের মা ও দুই ছেলে আহত হওয়ার ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিব পৌর শহরের মালাউড়ী কাজী পাড়ার রূপচাঁন মিয়ার ছেলে।

রাকিবের এই মার্মান্তিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের ছায়া। এ ঘটনায় মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ ঘটনাস্থল পরির্দশন করেন।