ঝিনাইদহের

বাক ও শ্রবণ প্রতিবন্ধী রনি ১৫ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ৬৫৪

১৫ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের বাকও শ্রবণ প্রতিবন্ধী রনি (১০)।

গত ১৭ নভেম্বর বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জি, পায়ে ছিল বার্মিজ স্যাল্ডেন।

তার মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, উচ্চতা ৪ ফুট। রনি ঝিনাইদহ শহরের পার্কপাড়ার মহসীন আলীর ছেলে।

প্রতিবন্ধী রনি হারিয়ে যাওয়ার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় তার মা লতা খাতুন একটি সাধারণ ডায়েরী করেছেন।

কোথায় তার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা বা ০১৯৫৭-৯৩৪৩৫৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।