সুযোগ-সুবিধা ও পরামর্শ থেকে বঞ্চিত
ধানে পোকার আক্রমন মহা বিপদে কৃষক
খাগড়াছড়ি -গুইমারা উপজেলার ধান চাষীরা পড়েছেন মহা বিপদে। এবারের মৌসূমে চাষ করা ধানে ব্যাপক ভাবে পোকার আক্রমন দেখা দিয়েছে। ধান গাছে পাতা পোড়ানো ও বিভিন্ন পোকার আক্রমণে উপজেলার চাষীরা পড়েছেন মহ বিপদে।
গুইমারার পশ্চিম হাজাপাড়াও বুদংপাড়া সহ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে ধান গাছে পোকার আক্রমণের ছবি চোখে পড়ে। এ নিয়ে হাপিত্যেশ করতে থাকা হ্লাপ্রুসাইং মারমা,যতন চাকমা,অনিল বিকাশ ত্রিপুরা,বিপ্লব ত্রিপুরা সহ স্থানীয় কৃষকেরা জানান, এ অবস্থা থেকে উত্তরণে কীটনাশক ছড়ানো হচ্ছে।
কিন্তু যে গাছে পোকা আক্রমণ করেছে, সেগুলোকে বাঁচানো যাচ্ছে না। কৃষি অফিসের কোন কর্মকর্তা আমাদের কৃষি বিষয় সুযোগ-সুবিধা ও পরামর্শ দিচ্ছে না। এতে আমরা অনেক ক্ষতির মুখে পড়বো।
কবুতরছড়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকরা ব্যস্ত কীটনাশক ছড়ানো নিয়ে। শ্রমিক দিয়ে কীটনাশক ছড়াতে থাকা জমির মালিক শাহ জালাল বলেন আমার জমিতে পোকা হানা দিয়েছে।
উগ্যজাই মারমা নামে এক কৃষক বলেন, 'তিনবার ওষুধ দিছি। কোনো কাম হইতাছে না।জায়গা বর্গা লইয়া আমি জমি চাষ কইরা খাই। কিন্তু কোনো সময় এই পোকা জমিত পড়তে দেকছি না। অনেক চেষ্টা করেও ফসল রক্ষা করতে পারছিনা।
গুইমারা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ শাহআালম মিয়া'র নিকট ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পূর্বে কৃষকরা আমাকে কোন অবিযোগ না দেওয়ায় কিছুই জানতাম না, এই বিষয়টি এই প্রথম জানলাম এবং আমি শীগ্রই যথাযত ব্যবস্থা গ্রহন কররো।
