ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেন ফুলমতি

মামুন সরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৯ এএম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৭২৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেছেন এক প্রসূতি।বৃহস্পতিবার (১৮এপ্রিল) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বর থেকে ১শ গজ দূরে এ ঘটনা ঘটে।

প্রসূতির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি গ্রামের রিপন মিয়ার স্ত্রী ফুলমতির (২৩) প্রসব ব্যথা শুরু হয়। পরে গুরুতর অবস্থায় ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কোনো ডাক্তার ও নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্দেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। তবে হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলে পথিমধ্যে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে ফুলমতি।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক এলাহি বলেন, একজন প্রসূতি রোগী এসেছিল বলে আমি শুনেছি। কিন্তু ওই সময় কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে ছিলেন। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে তারা।