ভোলার শশীভূষণে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যূতের শর্ট খেয়ে নারিকেল গাছ থেকে মাটিতে পরে গিয়ে সামছুদ্দিন(৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার(১৭এপ্রিল) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরাজীর হাট বাজার সংলগ্ন সৈয়দ আলী সিকদার বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সামছুদ্দিন রসুলপুর ৪নং ওয়ার্ডের মুজাফর মাতাব্বরের ছেলে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত বলেন, সকালে শ্রমিক সামছুদ্দিন পাশের বাড়ির সৈয়দ আলী সিকদারের নারিকেল পারতে গাছে উঠলে বিদ্যূতের শর্ট খেয়ে নিচে পরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোন না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।