ঘাটাইলে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৬ এএম, বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | ২২৮

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ৷ভূমি সংক্রান্ত সকল কাজ নিজেই করব, দালাল ও প্রতারক হতে দুরে থাকব’-এ শ্লোগনকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে আজ বুধবার (১০ এপ্রিল) টাঙ্গাইলের ঘাটাইলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঘাটাইল উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহকারী কমিশনার ভুমি মোসা: নুর নাহার বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী,মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক অন্যান্য পেশাজীবীগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তা গণ ভূমি উন্নয়ন কর আদায়, বৈধ ভূমি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান, অবৈধ ভূমি দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।