মাভাবিপ্রবিতে ফার্মেসী বিভাগের নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭ পিএম, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ | ৫৫৩

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের গ্যালারীতে এ নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোঃ আশরাফ আলী। এসময় নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৯ আয়োজন কমিটির আহবায়ক নিতীশ কুমার কুন্ডু, ফার্মেসী বিভাগের শিক্ষক ড. মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, এ.এইচ.এম মেজবাহ উদ্দীন, মোঃ মনির হোসেন, ফারিয়া ফারজানা পারভীন, সায়মা আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন।