ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল গাড়ীতে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | ৮৭১

রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়।

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ঢাকা মহানগর পূর্ব ছাএদল নেতাকর্মীর বহনকারী গাড়ী।এসময় গাড়ীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাএদলের সভাপতি খন্দকার এনামুল ইসলাম এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক। 

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি। আহত হয়েছেন সাংবাদিকসহ বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও ভাঙচুরের কবলে পড়ে।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।