ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত


বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার(২৬মার্চ) দিবসটি উপলক্ষে সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শহরের গজনবী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস, গালর্স গাইড, শিশু পরিবার, শিশু সদন, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোর সামবেশে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বানিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ তোফায়েল আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন প্রমুখ।
এসময় তোফায়েল আহমেদ বলেন,স্বাধীনতা চেতনা মূল্য বোধকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলায় রুপান্তরিত করবো। এটাই মহান স্বাধীনতা দিবসে অঙ্গীকার।