নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ পিএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৪৯০

নাটোরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে নাটোরে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।

সকাল সাতটায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল আটটায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠননের পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের কান্দিভিটুয়ায় এবং জেলা বিএনপি আলাইপুরে দলীয় কার্যালয়ে পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করে।