ফসলী জমিতে পুকুর কাটায় একজনের কারাদন্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬ এএম, শনিবার, ২৩ মার্চ ২০১৯ | ৪৩৭

নাটোরের বড়াইগ্রামে ফসলী জমিতে নিয়ম বহির্ভূতভাবে পুকুর কাটায় রুবেল হোসেন রানা (২৬) নামে এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া মহিলা কলেজের পাশে পুকুর কাটার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আনোয়ার পারভেজ এ দন্ড দেন। একই সঙ্গে তিনি পুকুর কাটার এক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করে নিয়ে যান। দন্ডপ্রাপ্ত রুবেল জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের ছেলে।

জানা যায়, রুবেল কয়েক দিন যাবৎ মৌখাড়া এলাকায় একটি তিন ফসলী জমিতে এক্সকেভেটর দিয়ে পুকুর খনন এবং পুকুরের মাটি ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করছিলেন।

খবর পেয়ে শনিবার ইউএনও আনোয়ার পারভেজ পুলিশসহ সেখানে গিয়ে রুবেলকে হাতে নাতে আটক করেন। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারী জব্দ করেন। পরে রুবেলকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়।