দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল নৌকার জনসভার মঞ্চ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:০৯ পিএম, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৫২৫

আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাজাহান আনসারীর নির্বাচনী জনসভার মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

২২ মার্চ শুক্রবার দিবাগত মধ্যরাতে টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ড দক্ষিন কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের দেওয়া আগুনে পুরোটা মঞ্চ পুড়ে গেছে।

টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ জানান শনিবার রাত আটটায় টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ড দক্ষিন কাজিপুর গ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাজাহান আনসারীর নৌকা মার্কার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু কে বা কারা শুক্রবার দিবাগত মধ্যরাতে নির্বাচনী জনসভার মঞ্চে আগুন দিয়ে মঞ্চ পুড়িয়ে দিয়েছে।

আজ সকালে জেলা আওয়ামীলীগের নেতৃত্ব পুড়া মঞ্চ পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা যতই নৌকা কে ঠেকাতে ষড়যন্ত করুক না কেন নৌকাকে থামিয়ে রাখা যাবে না। আজ যথাসময়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।