সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ গ্রহণ ৭ মার্চ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ৪৪১

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান ৭ মার্চ সকাল ১১ টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সংসদ সচিবালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় এতদিন শপথ নেওয়া থেকে বিরত ছিলেন এ দুজন। পরে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আট জনকে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। পরবর্তীতে দল ও জোটকে উপেক্ষা করে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন।