টাঙ্গাইলে
অষ্টম শ্রেণী ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

টাঙ্গাইলে অষ্টম শ্রেণী ছাত্রী তাসলিমা আক্তার জুমুর ধর্ষণ মামলার প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-৩।
আজ সকাল সাতটায় সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানায় সন্তোষ মাদারখোলা এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেফতার করে।
টাঙ্গাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডে সন্তোষ মাদারখোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার মামলা নং-৫৫, তারিখ ২৫/০২/২০১৯, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/০৩) এর ৯(১)/৩০ তৎসহ পূর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ এর এজাহারনামীয় প্রধান আসামী ছিলেন সোহেল রানা।
র্যাব সুত্রে জানায় যায় গ্রেফতারকৃত আসামীকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মডেল থানায় সোর্পদ করা হয়।