চকরিয়ায় শিক্ষা প্রতিষ্টানে

অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে দুই বছরে সাজা

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৩ এএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৪৭

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল কমিটির একসদস্য রাশেদুল ইসলাম মিন্টু নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম সাজাদেন ভ্রাম্যমান আদালত এবং সাথে ৬টি ট্রাক জব্দ করেন।

গত ২৫ শে ফেব্রুয়ারী বিকেলে এ অভিযান চালানো হয়।অভিযানে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন,চকরিয়া উপজেলার সহকারী (ভূমি)কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ইখতিয়ার উদ্দিন মোঃ আরাফাত।                                   

অভিযান সূত্রে জানা যায়,১৪২৩ বাংলা সনে খুটাখালী বালু মহাল নামে ৮০ লক্ষ টাকার বিনিময়ে ইজারা নেওয়া হয়েছিল।কিন্তু ১৪২৪ ও ১৪২৫ বাংলা সনের জন্য ইজারা নেওয়া হয়নি।ফলে অবৈধভাবে বাল উত্তোলনের ফলে আবাদী চাষাবাদী ফসলি জমি অনাবাদী হয়ে পড়েছে।

এ বিষয়ে তাদের এক প্রতিপক্ষ হাই-কোর্টে বালু উত্তোলন বন্ধের রিট করে বিধায় মাননীয় আদালত ঐরিটের উপর বালু না তুলার নিদের্শ দিয়ে জেলা প্রসাশককে একখানা কপি প্রেরণ করে।তাই আদালতের নিদের্শ অমান্যকারী বা অবৈধ উত্তোলনকারী মিন্টুকে ভ্রাম্যমান অভিযান চালিয়ে হাতে-পেয়ে সাজা দেয় এবং সাথে বালু ভর্তি ৬ টি জব্দকৃত ট্রাককে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উক্ত অভিযানে উপস্হিত ছিলেন,পরিবেশ অধিদপ্তের কক্সবাজার সহকারী পরিচালক কামরুল হাসান রাজিবসহ কযেক জন পরিবেশ কর্মী ও চকরিয়া থানার এস আই মাজহারসহ একদল পুলিশ।