প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দিত জামেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৪১ পিএম, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | ৭৭৫

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “যার একখন্ড জমি আছে ঘর নেই” তার জমিতে গৃহ নির্মাণ” উপ-খাতের আওতায় নির্মাণ করা দুটি ঘর তুলে দিলেন।

বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাকরাইল গ্রামে জামেলা বেগম ও তারা মিয়ার কাছে নির্মাণ করা ঘর হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য।

প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “যার একখন্ড জমি আছে ঘর নেই, তার জমিতে গৃহ নির্মাণ” উপ-খাতের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার ইতোমধ্যে ৬শ ৩০ টি ঘর নির্মাণ করা হয়েছে। ১ লাখ টাকার মধ্যে গৃহহীন ছিন্নমূল মানুষের মাথা গোজার ঠাই একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় জনগোষ্ঠি যাহাদের যায়গা আছে ঘর নাই, প্রকল্পের আওতায় মাননীয় প্রধান মন্ত্রী প্রদত্ত ঘর পেয়ে আনন্দিত। যা তাহারা ভাষায় প্রকাশ করতে পারচ্ছেনা বলেও জানান উপকার ভোগীরা। জামেলা বেগমের বাড়ী টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাকরাইল গ্রামে।

২২ বছর আগে থেকে দিন মজুর স্বামী আব্দুল কাদের ও সন্তানসহ বহু কষ্টে কাটছিল জামেলার সংসার। প্রতিবেশীদের বাড়ীতে ঝি এর কাজ করে সন্তানদের একবেলা-দু’বেলা খাওয়াতে হয়েছে। আব্দুল কাদের উত্তাতাধীকার সূত্রে প্রাপ্ত স্থানীয় ৩ কড়া জমিতে ঝুপড়ি ঘর করে একঘুগের বর্ষা মৌসুমের দিনগুলি পার করেছে। স্বপ্ন ছিল ওই জমিতে একটি ঘর করবেন। কিন্তু নুন আনতে পানতা ফুরায় যার , তার আবার স্বপ্ন পূরণ? তাই স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য বাসস্থান প্রতিশ্রুতি ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় নাম দিয়ে দেন। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে ২৯৭ বর্গ ফুটের সেমিপাকা ঘর পায় জামেলা বেগম। জামেলা ও আব্দুল কাদের দম্পত্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেয়া নব-নির্মিত গৃহে প্রবেশ করেছেন।

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কার্যালয়ের আশ্রয়ণ-২, প্রকল্পের অধীনে যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকেই গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আরও যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা পর্যায়ক্রমে ঘর পাবেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হর্যরত আলী, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।