আগামীকাল আদালতে যাচ্ছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ | ৩৯৯
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বকশীবাজারের বিশেষ জজ আদালতে যাবেন।

খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পান বিএনপির এই নেত্রী। একই সঙ্গে বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আদালতের অনুমতি নিতে হবে বলে শর্ত দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।