টাঙ্গাইলে ওয়ালটনের সৌজন্যে

‘আলহাজ এসএম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:১৭ এএম, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | ৫১৫

টাঙ্গাইলের ওয়ালটন গ্রুপের সৌজন্যে ‘আলহাজ এসএম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে পিচুরিয়া যুব সংঘ ৬-৫ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ।

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ম্যাচে। যেখানে প্রথমার্ধে জালের নাগাল পায়নি কেউ। এমনকী দ্বিতীয়ার্ধেও হয়নি কোনো গোল। শেষ পর্যন্ত ম্যাচের মীমাংসার জন্য টাইব্রেকারের আশ্রয় নেন রেফারী। সেখানে ভাগ্য পরীক্ষায় জিতে যায় পিচুরিয়া। টাইব্রেকারের প্রথম ৫ গোলের মধ্যে দু-দলই ৪-৪ গোলে সমতা আনে। পরে আরও ১ শট করে ফলাফল নির্ধারণ করতে চাইলে সেখানেও ১-১ গোলে সমতা আনে দুই দল। পরে আরও ১ শট করে দেয়ার সুযোগ হলে সেখানে জিতে যায় পিচুরিয়া।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাংসদ ড. আব্দুর রাজ্জাক। তার আগে বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সাংসদ আলহাজ্ব সানোয়ার হোসেন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস. এম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের আয়োজক গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের সভাপতি এস এম শোয়েব হোসেন নোবেল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, একসময় গ্রামগঞ্জের তরুনরা অবসরের খেলাধুলা করতো। কিন্তু এখন তারা অবসরে যায় বিভিন্ন চা স্টলে। সেখানে থাকা টিভিতেই আটকে থাকে তাদের অবসরের বিনোদন। গ্রামগঞ্জে আগে যে ক্লাবের দেখা মিলতো সেটিও এখন দেখা যায় না। আর তাই গ্রামীন খেলাধুলাকে ফিরিয়ে আনতে ওয়ালটন গ্রুপের এমন টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেন, দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন শুধু বিভিন্ন ইলেকট্রনিক পন্য তৈরী করেই নয়, তারা নানা আয়োজন ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশীয় খেলাধুলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী বক্তবে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ওয়ালটন বরাবরই দেশের খেলাধুলায় নানা আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে থাকে। আমরা চাই যুব সমাজ বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করুক। তাই আমরা অতীতেও নানা আয়োজন করেছি, ভবিষ্যতেও করবো। শুধু বাংলাদেশী তৈরী পন্য বর্হিবিশ্বে ছড়িয়ে দিয়েই নয়, ওয়ালটন চায় বিভিন্ন খেলাধুলায় বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হোক।

অনুষ্ঠানে টাঙ্গাইলের প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিাবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় বিজয়ী দলকে ৭০ হাজার টাকা, রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা ও উভয় দলকে ট্রফি তুলে দেয়া হয়। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়ার নির্বাচিত হয়ে ৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি জিতে নেন পিচুরিয়া দলের গোলকিপার কাবিজ।

উল্লেখ্য, দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ এসএম নজরুল ইসলাম স্মরণে গত ১৬ ডিসেম্বর থেকে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় ‘আলহাজ এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’।

গোসাই জোয়াইর আদর্শ যুব সংঘের আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের সৌজন্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১২টি দল অংশ নেয়।