২১ মে’র মধ্যে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার শুরু করবে সব টেলিভিশন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, রোববার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৯০

আগামী ২১ মে’র মধ্যে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার শুরু করবে দেশের সব টেলিভিশন চ্যানেল।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান, টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো নেতারা।

এ সময় জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে 'পে-চ্যানেল ব্যবস্থা' চালু হবে। অনুষ্ঠানে ভবিষ্যতে টেলিভিশন চ্যানেলের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা উত্তরণের বিষয়ে করণীয় তুলে ধরেন সালমান এফ রহমান।