ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনপ্রিয়তায় শীর্ষে নাজমূল হুদা নবীন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:০৬ পিএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ১২৫৭

আসন্ন টাঙ্গাইল উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার সর্বস্তরের জনসাধারনের অত্যন্ত প্রিয় মানুষ ও সাবেক ছাত্র নেতা টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন নাজমূল হুদা নবীন।

সব চেয়ে কম বয়সী তরুণ প্রজম্মের উদীয়মান নেতা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সর্ব ক্ষেত্রে যার পরিচিতি বিদ্যামান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমূল হুদা নবীন। তিনি দলীয় নেতা-কর্মীর পাশাপাশি ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিন-রাত পায়ে হেঁটে বৃদ্ধদের দোয়া নিয়ে পথচারীদের সাথে আলীঙ্গন করে মা-বোনদের সালাম জানিয়ে ভোট প্রার্থনা করছেন। যে কারণে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন। যিনি নামে ও প্রার্থীতায় নবীন হলেও রাজনীতি এবং পরিচিতি ও প্রচারনায় সব প্রার্থীর চেয়ে প্রবীণ।

একাধারে অত্যন্ত ন¤্রভদ্র বিনয়ী ও সেবাকর্মী বান্ধব এই ছাএ নেতা। নাজমুল হুদা নবীন এক ত্যাগী-পরিশ্রমী ছাত্রনেতা । তিনি একাধারে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি,সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস,জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা প্রতিষ্ঠানের সাথে সম্পৃত্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি মূল দলের হাল ধরতে শুরু করেছেন। যার কারণে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে তিনি খুবিই প্রিয় এবং পরিচিত একজন দলীয় কর্মী।

স্থানীয় সংসদ সদস্য সহ জেলার বেশ কয়েকজন সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগ, যুবলীগের বর্তমান কান্ডারীদের দোয়া-সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে এসেছেন। নির্বাচনে এসেই তিনি নিজস্ব ব্যাতিক্রমধর্মী কৌশল অবলম্বর করে সদর উপজেলাবাসী একেবারে কাছে চলে এসেছেন। ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিজের প্রতি ভোটারদের অস্থা অর্জন করেছেন।

এছাড়াও বিভিন্ন নির্বাচনী মিছিল, শোভাযাত্রা, সভা-সমাবেশ ও অনুষ্ঠানের মাধ্যমে উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করছেন। নির্বাচনী প্রচারনায় তার সাথে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা রয়েছেন। সদর উপজেরার ভাইস চেয়ারম্যার প্রার্থী নাজমূল হুদা নবীন পৌর এলাকার দিঘুলীয়ার সামছুল হুদার ছেলে। রাজনীতিতে তার ব্যাপক সুনাম রয়েছে।

এছাড়াও দল-মত নিবিশেষে তিনি সকল উপজেলাবাসীকে একই ভাবে মূল্যায়ন করেন। যার কারনে সকল দলের নেতা-কর্মীদের কাছে একরকম জনপ্রিয় এবং পরিচিত একজন নেতা। তার নির্বাচনে নিজ দলীয়দের পাশাপাশি অন্যদলীয়রাও প্রচারে কাজ করে যাচ্ছেন। সে কারনেই তিনি অল্প সময়ের প্রচারে ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। দলীয় কেন্দ্রীয় নেতাদের সাথেও রয়েছে তার বেশ পরিচিতি যে কারনে তিনি নির্বাচনে শতভাগ আশাবাদি।

শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন নাজমূল হুদা নবীন বঙ্গবন্ধু আদর্শের এক উজ্জল নক্ষত্র, আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য টাঙ্গাইল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসাবে নাজমূল হুদা নবীন বিকল্প নেই।

তরুন ভোটার মির্জা আব্দুল আলিম রনি বলেন নাজমূল হুদা নবীন বর্তমান সরকারের সকল উন্নয়নের বার্তা তিনি পৌছে দিয়েছেন শহর ও গ্রামের প্রতিটি ঘরে ঘরে। অতন্দ্র প্রোহরীর মতে ছুটে চলছেন চরাঞ্চলে,গ্রামে এবং শহরে। তরুনদের হাতেই গড়ে ওঠুক আমাদের সোনা বাংলাদেশ।

নাজমুল হুদা নবীন বলেন আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলভাবে কাজ করতে চাই। সরকারী সকল অনুদান হতদরিদ্রদের মাঝে সমানভাবে বন্টন করবো। দলমত নির্ভিশেষে এ এলাকার উন্নয়ন করবো।

ভোটারদের আমার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। একই ভাবে দলীয় সকল নেতা-কর্মীরা আমাকে সার্বক্ষনিক সাহস যুগাচ্ছেন। উপজেলাবাসীকে সাথে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভোটারদের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রোখতে চাই। দলীয় নেতাদের দোয়া ও ভোটারদের সমর্থনে নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা রাখছি।