পঞ্চগড়ে বইমেলার উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২ পিএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬৩
পঞ্চগড়ে  শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৮. ৩০ ঘটিকার সময় পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে ৭(সাত) দিনব্যাপী ভাষা সৈনিক সূলতান বইমেলার শুভ উদ্বোধন করেন রেল পথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এম পি) একই সাথে তিনি তীরনই, ব্যাক্টো বিপুল, সাদা মনের মানুষ বই ৩(তিন) টির মোড়ক উন্মোচন করেন।
 
পঞ্চগড় জেলা প্রশাসন এর আয়োজনে এই মেলায় পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ৪০ টি স্টলে তাদের বই প্রদর্শন করেছেন। রেলপথ মন্ত্রী স্টল গুলো পরিদর্শন করেন। বইমেলা উদ্বোধনের পর স্থানীয় কবি সাহিত্যিকদের কবিতা আবৃতি উপভোগ করেন রেলপথ মন্ত্রী।
 
এবারের বই মেলায় আলোচিত ও পাঠক প্রিয় বই হিসেবে আবির্ভাব হয়েছে কবি সাবিনা ইয়াসমিন রচিত তীরনই বইটি।