শিক্ষা হলো ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত আত্মবিকাশ- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯ | ১৬১৮

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন শিক্ষা হলো ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত আত্মবিকাশ। ছাত্রছাত্রীদের সামর্থ ও শক্তিগুলোর স্বাভাবিক ও সুষম বিকাশই শিক্ষার লক্ষ্য। ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোর আবিষ্কার এবং তার পরিপূর্ণ বিকাশ সাধনই শিক্ষকের প্রধান কাজ। শিক্ষা হলো ছাত্রছাত্রীদের ওপর পরিবেশের প্রভাব, যে প্রভাবের দ্বারা তাদের বাহ্যিক আচরণ, চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির স্থায়ী পরিবর্তন হয়।

১৬ ফেব্রুয়ারী সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগা মাঠে শাহিন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন শিক্ষার্থীর শিক্ষাকাল হলো একটা মানসিক ভ্রুন অবস্থা। উপযুক্ত পরিবেশ পেলেই সেই ভ্রুন বিকশিত হওয়ার সুযোগ পাবে। তারা শিখবে আনন্দের মাধ্যমে, নিজেদের ইচ্ছামতো, ঘুরে-ফিরে, কল্পনার ফানুস উড়িয়ে।

এমপি আরোও বলেন ছাত্রছাত্রীরা শিখবে খেলাধূলার মাধ্যমে, তাদের মনের অজান্তে। প্রকৃতির সাথে সংযোগ রেখে মনের চর্চা করবে তারা, শ্রেণিকক্ষের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়। শিখবে বিদ্যালয়, পরিবার ও সমাজ থেকে, একান্ত নিজেদের মতো করে।

শাহিন স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মাছুদুল আমিন শাহিন এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, হারুনুর রশিদ প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন শাহিন শিক্ষা পরিবারের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।