প্রবল বর্ষণে বাসাইল-ধল্যা সড়ক ভেঙে যাতায়াত বন্ধ

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | ৪৮০

টাঙ্গাইলের বাসাইলে প্রবল বর্ষণে বাসাইল-ধল্যা ভায়া বিলপাড়া সড়কের বিলপাড়া এলাকায় প্রায় ১শ’ ফুট ভেঙে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিলপাড়া, ধল্যা, নাটিয়াপাড়া, কাজিরাপাড়া, আদাবাড়ি, হাবলাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের।

স্থানীয়দের অভিযোগÑ প্রতি বছর ঝিনাই নদী থেকে বালু উত্তোলণের কারণে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যায়। বর্ষা শেষ হলেও এ নদী বালু খেকোদের দখলে থাকে। মূলত বালু উত্তোলনের কারণেই প্রতি বছর অনেক ঘর-বাড়ি, রাস্তা-ঘাট নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী একলাছ হোসেন খান জানান, প্রবল বর্ষণে শনিবার সন্ধ্যায় সড়কটি ভেঙে গিয়ে যাতায়াত বন্ধ হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২শতাধিক শিক্ষার্থী ছাড়াও হাজারো সাধারণ মানুষ যাতায়াত করে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বলেন, ‘সড়কটি অতিগুরুত্বপূর্ণ, এ সড়ক দিয়ে মির্জাপুর ও বাসাইল উপজেলার ১০টি গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করে।

এছাড়াও দৃষ্টিনন্দিত পর্যটন এলাকা মহেড়া জমিদার বাড়ি ও পুলিশ ট্রেনিং সেন্টারে সর্বসাধারণের যাতায়াতের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার মানুষ ও দুরদুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

বাসাইল উপজেলা প্রকৌশলী আব্দুছ ছাত্তার জানান, সড়কটি বাসাইলের আওতায় না, এটি মির্জাপুরের আওতাধীন।