নাগরপুরে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন


টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও পয়লা বৈশাখ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলাচনা সভা ও পান্তা ইলিশে অংশগ্রহন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৬ ( নাগরপুর-দেলদুয়ার ) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, এমপি স্ত্রী মমতাজ খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জিয়াসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুর আলম, প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামিজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন স্তরের গন্য মান্য ব্যাক্তিবর্গ।