গাঁজা ও ফেন্সিডিলসহ মহিলা আটক

যশোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৯৯
যশোরের ঝিকরগাছা নাভারন ফাঁড়ি থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ খাদিজা খাতুন(২৭)নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী খাদিজা শার্শার শ্যামলাগাছি গ্রামের মোঃ বাবু হোসেনের স্ত্রী।                                                                                                                                                            নাভারন ফাঁড়ি’র ইনচার্জ পলিটন মিয়া জানান, রবিবার যশোর বেনাপোল মহাসড়কের কলাগাছিতে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তল্লাশি কালে এক কেজি গাঁজা ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজাকে আটক করি। 
 
আটককৃত আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।