কালিহাতীতে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্‌যাপন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩১ পিএম, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ | ৪৬২

বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ মার্চ শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্কাউট ভবনে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা কমিটির আহবায়ক ইস্কান্দার মীর্জা, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহীদুল আলম সিদ্দিকী(রাঙ্গা),কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর আনোয়ার, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জামিলা খাতুন শিউলী, কালিহাতী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনির হোসেন প্রমুখ।