ভূঞাপুরে মাদক ব্যবসায়ী ও জুড়ায়ীসহ আটক ৯


টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক দ্রব্য উদ্ধার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে কর্তব্যরত অফিসার ও ফোর্সের সহায়তায় ৩০ জানুয়ারী বুধবার সন্ধারাতে মাদক ব্যবসায়ী ও জুড়ায়ীসহ ৯ জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার ঘাটান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. বকুল (৪২)।
এছাড়া আটককৃত জুড়ায়ীরা হলেন, উপজেলার ভারই গ্রামের আয়ুব আলীর ছেলে শহর আলী (৪৫), মৃত গণি মিয়ায় ছেলে হানিফ, কাগমারিপাড়া গ্রামের আ. ছামাদের ছেলে হাফিজুর রহমান, নিকলা দড়িপাড়া গ্রামের আ. বাছেদের ছেলে হুমায়ুন, ছাব্বিসা গ্রামের সামান বেপারীর ছেলে মাসুদ, পূর্ব ভূঞাপুরের সিকান্দার আলীর ছেলে দেলোয়ার। অন্যরা হলেন, ঘাটাইল উপজেলার পাচঁটেকরি গ্রামের মো. নূর হোসেনের ছেলে আবু সাঈদ, সিঙ্গুরিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে রিপন (৪০)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন জুড়ায়ীসহ মোট ৯ জনকে আটক করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা করে বিচারের নিমিত্তে আসামীদের বিজ্ঞ প্রেরণ করা হয়েছে।