মধুপুর বন থেকে যুবকের লাশ উদ্ধার


টাঙ্গাইলের মধুপুর বন থেকে এমদাদুল হক (১৯) নামের এক যুবকর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার আউশনারা ইউনিয়নের কানাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার ওসি তারিক কামাল তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত যুবক কানাপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
ওসি তারিক কামাল বলেন স্থানীয়রা খবর দেওয়ার পর লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।