টাঙ্গাইলে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইলের করটিয়ায় এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড কুচকাওয়াচ পরিদর্শনের ম্যাধমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া ইউপি চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি খালেকুজ্জামান, ইউনিয়নের সভাপতি মাজেদুল আলম নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দৌড়, বস্তা দৌড়, স্লো সাইকেল চালানো ও মোড়ক লড়াইসহ ছেলে-মেয়েদের বিভিন্ন আইটেমে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এসময় আরো উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী প্রমুখ। অধ্যাপক শহীদুল ইসলামের তত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সোলাইমান দেওয়ান।