শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে-এম এ রৌফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৭২৬

টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ বলেছেন আমাদের শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে।

শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে শিক্ষাদান করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে। অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় হয়ে উঠতে হবে।

সোমবার ২১ জানুয়ারী দুপুর ১২ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল সন্তোষ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।