প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা


প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়নে টাঙ্গাইলের মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম রেজাউল করিম এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিুবর রহমান চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক বাবু সুনীল কুমার মজুমদার।
মতবিনিময় সভায় এসময় সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান, সহ-সভাপতি মো: আব্দুল মালেক, সদস্য মো: আব্দুল লতিফ ও মোহাম্মদ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিতিা বৃদ্ধিসহ পরস্পরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে। উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুশীলন এবং সেবার মান উন্নয়নে মধুপুরের গৃহীতব্য পদক্ষেপ দেশের অন্যান্য এলাকার জন্য অনুকরণীয় হবে সেটাই সকলের প্র্রত্যাশা।
সনাকের পক্ষ থেকে এসময় ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়ে শিক্ষক স্বল্পতা ও ক্লাস রমে বেঞ্চ স্বল্পতা দূরীকরণ, স্কুলের খেলার মাঠ উন্নয়ন, টিফিনের ব্যবস্থাকরণ, প্রতিটি বিদ্যালয়ে অবকাঠামোর উন্নয়ন, শিক্ষক-এসএমসি ও অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে সচেতনতাবৃদ্ধি ও শিক্ষা কর্তৃপক্ষের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন বৃদ্ধির প্রস্তাবসহ বেশ কিছু সুপারিশমালা তুলে ধরা হয়।
শিক্ষা অফিস কর্তৃপক্ষ সনাকের সুপারিশগুলো আগামীতে গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে সনাককে আশ^স্ত করেন।
সভায় এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ও টিআইবি’র কর্মীগণ উপস্থিত ছিলেন।