জিএনএ মিশনারি উচ্চ বিদ্যালয়ের জেএসসিতে ৫জন এ+সহ শতভাগ সাফল্য

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৬:১৮ পিএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৪০৩
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের জেএসসিতে ৫ জন এ+ সহ ৯৮ শতাংশ পাশ করেছে। গত ২৪ ডিসেম্বর প্রকাশিত জেএসসি ফলাফলে উক্ত বিদ্যালয় থেকে ২৩০ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২১৫ জন বিভিন্ন গ্রেডে পাশ করেছে। তা থেকে ৫ জন শিক্ষার্থী এ+ গ্রেড অর্জন করেন।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব জানান, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও কঠোর পরিশ্রমের ফলে প্রতিবছর এই সাফল্য নিয়ে আসে। তাই সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও  অভিভাবকদের প্রতি  উক্ত সাফল্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব।
 
বিশেষ করে একজন দরিদ্র পরিবারের মেয়ে তারজিনা আক্তারের অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ,কমিটিবৃন্দ ও সকল ছাত্র ছাত্রীবৃন্দ আনন্দিত হয় এবং তার ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার জন্য দোয়া ও উৎসাহ যোগায়।