দেলদুয়ারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা


২৬ ডিসেম্বর বুধবার দেলদুয়ারে নিরাপদ খাদ্য সুশাসনে প্রবর্তনে প্রাইভেট সেক্টরের ভূমিকা শীর্ষক কর্মশালা উপজেলা প্রাণী সম্পদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
বীজ বিস্তার ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাদিরা আখতার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোহাম্মদ আলী ও দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন বীজ বিস্তার ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম চুন্নু। কর্মশালায় পোল্ট্রি খামারি, ডিলার, ভোক্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।