গালা বাজারে ছানোয়ার হোসেন নৌকায় ভোট চাইলেন


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসেনর আওয়ামীলীগের প্রার্থী ছানোয়ার হোসেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গালা ইউনিয়নের গালা বাজারে নৌকা মার্কার প্রচার প্রচরণা করেছেন।
বুধবার ১৯ ডিসেম্বর দুপুরে গালা বাজারে গালা ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দদের নিয়ে ছানোয়ার হোসেনের প্রচার প্রচারণা করলেন।
এসময় তিনি শেখ হাসিনার গত দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।।