কালিহাতীতে দূর্গাপূজার বিজয়া দশমীতেও আনসার সদস্যের ভ্রাম্যমাণ টহল অব্যাহত


টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দূর্গাপূজার শেষ মুহূর্তের বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মন্ডপ এলাকায় সশস্ত্র আনসার সদস্যদের ভ্রাম্যমাণ টহল অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপ এলাকায় তারা টহল দিচ্ছে।
জানা যায়, এবছর এ উপজেলায় ১৩৯ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত বলেন, এ বছর কালিহাতী উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ও ২ টি পৌরসভায় মোট ১৩৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১২ টি ইউনিয়নে ৯২ টি ও ২ টি পৌরসভায় ৪৭ টি। প্রত্যেকটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক সদস্যরা নিয়োজিত আছেন এবং করোনা ভাইরাসের কারণে অন্যান্য বছরের মতো এ বছর পূজা মন্ডপে স্থায়ী ভাবে আনসার সদস্য মোতায়েন করা হয়নি বিধায় মাইক্রোবাস যোগে সশস্ত্র আনসার সদস্যের ১৯ টি মোবাইল টিমের মাধ্যমে শারদীয় দূর্গা পূজার শেষ মুহূর্তের বিজয় দশমীর বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর করার লক্ষে প্রত্যেকটি পূজা মন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র আনসার সদস্যদের ভ্রাম্যমান টহল চলছে এবং প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান এই টহল অব্যাহত থাকবে।