নাটোরে সাড়ে আট হাজার ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনের ৫৬৬টি ভোট কেন্দ্রের মোট আটহাজার ৫৯১ ভোট গ্রহন কর্মকর্তাদের উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ চলছে। নাটোর সদর-নলডাঙ্গা আসনের নাটোর সদও উপজেলার দেড় সহস্ধ্রাধিক ভোট গ্রহন কর্মকর্তাদের দুইদিনের পর্যায় ক্রমিক প্রশিক্ষণ দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে বুধবার শেষ হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে নাটোর-২ সংসদীয় আসনের মধ্যে নাটোর সদর উপজেলায় মোট ১০৫টি কেন্দ্রের ৪৬৬টি কক্ষে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ৫০৩ জন পোলিং অফিসার।
মোট এক হাজার ৫০৩ জন ভোট গ্রহন কর্মকর্তা মঙ্গলবার ও বুধবার-এই দুইদিনের প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোট দান প্রক্রিয়া, প্রতিবন্ধিদের ভোট দানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।
আগামীকাল বৃহস্পতিবার নলডাঙ্গায় নলডাঙ্গা উপজেলার ৫১টি ভোট কেন্দ্রের ২১৫টি কক্ষের মোট ৬৯৬ জন ভোট গ্রহন কর্মকর্তাদেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সিংড়া উপজেলা, ২৪ ও ২৫ ডিসেম্বর গুরুদাসপুর উপজেলা এবং ২৬ ও ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরআগে গত তিন কর্ম দিবসে নাটোর-১ সংসদীয় আসনের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মোট ১২৫টি কেন্দ্রের ৬৪১টি ভোট গ্রহন কক্ষের দুই হাজার ৪৮ জন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়। ১৩ কর্ম দিবসে জেলার চারটি সংসদীয় আসনে মোট তের লাখ তিন হাজার ৮৭৭ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্যে ৫৬৬টি ভোট কেন্দ্রে দুই হাজার ৬৭৫টি ভোট গ্রহন কক্ষের মোট আট হাজার ৫৯১ জন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরআগে নির্বাচন কমিশন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্যে ঢাকাতে নাটোর জেলার ২৮ জন সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে ৬ ও ৭ ডিসেম্বর দুইদিনের প্রশিক্ষণ প্রদান করে। দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষক নাটোর সদও উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম জানান, ঢাকাতে প্রশিক্ষণ লব্ধজ্ঞান যথাযথভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদানে আমরা সচেস্ট। জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রহিম বলেন, প্রশিক্ষণকে সফল করতে সব রকমের কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
ফিরোজ আহমেদ