টাঙ্গাইলে সেনাবাহিনীতে ভূয়া চাকরি প্রদানকারী প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার


টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনীতে ভূয়া চাকরি প্রদান করার প্রতারক চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ১১ আগস্ট দুপুরের দিকে টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের মোঃ হানিফের বাড়ী থেকে ১ টি সেনাবাহিনীর লগো সংযুক্ত ফাইল, ১ টি সেনাবাহিনীর চাকুরী যোগদানের নিয়োগপত্র, ১ টি সেনাবাহিনীর পরিচয়পত্র, সেনাবাহিনীর পোষাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, ১ টি ছুটির সনদপত্র, ট্রাষ্ট ব্যাংক লিঃ এর ব্লাংক চেক ৩ টি, ডাচ বাংলা ব্যাংক লিঃ এর ব্লাংক চেক ১ টি ও ২ টি মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আক্কাস মিলিটারীর ছেলে লিটন (৩৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার বুধিরপাড়া গ্রামের মোঃ এছার আলীর ছেলে শাহিনুর রহমান (২৭) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার খাস শাহজানী গ্রামের মোঃ এসএম নুরুল ইসলামের ছেলে মোঃ শামীম আল মামুন (৩৫)।
র্যাব কৃর্তক জানা যায় আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামী লিটনের ছত্রছায়ায় আসামীরা বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে আসছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এমএমআর