ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন

একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর রবিবার সকালে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস গার্ল গাইডস, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও প্রীতি ফুটবল, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.এ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ন আহবায়ক শাহ্ আলম প্রমুখ। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।