ঘাটাইলে আ'লীগের কর্মীসভা অনুষ্ঠিত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানকে বিজয়ী করার লক্ষ্যে সংসদীয় আসন টাঙ্গাইল ৩(ঘাটাইল) আসনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ৷
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ৷এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেত্রীবৃন্দ ৷
কর্মীসভায় নৌকার মাঝি আলহাজ্ব আতাউর রহমান খান কে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুু ৷ এবং নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন বক্তারা ৷