ইউএনওর হস্তক্ষেপে তিন দিন পর ঘরে প্রবেশ
টাঙ্গাইলে সৎ মা ও বোনকে ঘর থেকে বের করে দিল ছেলে (ভিডিও)

টাঙ্গাইলে ইউএনও’র হস্তক্ষেপে তিন দিন পর ঘরে প্রবেশ করলো খন্দকার নুরুন্নাহার (৬৫) নামের এক বৃদ্ধা ও তার মেয়েকে।
বুধবার দুপুরে পৌর এলাকার সন্তোষ বাগবাড়ী এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের হতক্ষেপে ঘরের তালা ভেঙে তাদের প্রবেশ করান। এর আগে ২০ জুলাই তাদেরকে ঘর থেকে বের করে দেয় ওই বৃদ্ধার ছেলে আনোয়ার হোসেন কাইয়ুম ও তার স্ত্রী।
খন্দকার নুরুন্নাহার বলেন, আমার মেঝো মেয়ে ফরিদা খন্দকারের সাথে ৭০ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে ঠিক করে সৎ ছেলে আনোয়ার হোসেন কাইয়ুম। কিন্তু মেয়ে রাজি না থাকায় আনোয়ার হোসেন কাইয়ুম তার চাচাতো বোন শিউলি খন্দকারের আকুর টাকুর বটতলা বাসায় নিয়ে ওই মেয়েকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
বিষয়টি খন্দকার নুরুন্নাহার প্রতিবাদ করলে আমাকেসহ আমার মেঝো মেয়ে ফরিদা খন্দকার ও প্রতিবন্ধি ছোট মেয়ে ফেরদৌস খন্দকারকে সন্তোষের বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে ও বাহিরে তালা দেয়। বিষয়টি এলাকার মাতাব্বর ও এলাকাবাসী সমাধান করতে গেলে তার ব্যর্থ হয়। পরে আমরা গ্রামের বিভিন্ন বাড়িতে বসবাস করতে থাকি।
পরে বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্মস ব্যাটালিয়ন পুলিশের সহযোগিতায় তার বাসায় গিয়ে ছেলে ও পুত্র বধুকে বাসায় না পেয়ে ঘরের তালা ভেঙে তাদেরকে ঘরের প্রবেশ করিয়ে দেয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ঘরে থেকে নুরুন্নাহার তার মেয়েকে বের করে তালা দিয়ে সৎ ছেলে ঢাকায় চলে যায়। পরে আমরা বিষয়টি খবর পেয়ে ওই বাড়ির তালা ভেঙে তাদের ঘরের ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করি।