নন্দীগ্রামে মহাজোট প্রার্থী তানসেনের গনসংযোগ


বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোট মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার কে নৌকা মার্কা পোষ্টার দিয়ে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন। এরপর নন্দীগ্রাম থানা ও বাসষ্ট্যান্ড এর বিভিন্ন স্থানে গন সংযোগ করেন।
এসময় তিনি বলেন, জনগন আবারো ভোট দিলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো ও এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো। গনসংযোগ করার সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, বিশিষ্ঠ সমাজ সেবক নাজির হোসেন সহ দলের বিভিন্ন নেতাকর্মী।