নন্দীগ্রামে আমন চাল ক্রয়ের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ৫৫১

বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্য গুদামে আমন মৌসুমের চালক্রয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সরকারি ভাবে চাল ক্রয়ের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ, পরিদর্শক মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ব্যবসায়ী শামীম চৌধুরী, জিয়াউর রহমান প্রমূখ।

সরকার চলতি বছর উপজেলায় ২০১৩ মেট্টিক টন চাল ক্রয়ের বরাদ্দ দেন। প্রতিকেজি চাল ৩৬ টাকা দরে মিল মালিকদের নিকট থেকে সংগ্রহ করা হবে।