নাটোরে ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০১ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৪২১

নাটোরের বড়াইগ্রামে ইট বোঝাই ট্রলির ধাক্কায় শাহবাজ আলী (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে দশটার দিকে আহম্মেদপুর-গুরুদাসপুর সড়কের বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহবাজ আলী বালিয়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহাব জানান, সোমবার সকালে শাহবাজ আলী ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন।

এ সময় পথে একটি ইট বোঝাই ট্রলি তার ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপরে ছিটকে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।