রোকেয়া দিবস
মির্জাপুরে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা


নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে জয়িতার অন্বেষনে বাংলাদেশ মির্জাপুর উপজেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হল বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাঁচজন জয়িতাকে।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনাযতনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়িতা শরফুন নিসা খানম, জয়িতা নিলুফার ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের সিকৃতী হিসেবে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তেতুলিয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রাজিয়া বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সদরের বাওয়ার কুমারজানী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শরফন নিসা খানম, সফল জননী দুই পুত্র একজন আইনজীবি সোহেল মল্লিক ও অপরজন সহকারী জজ শান্ত ইসলাম মল্লিকের গর্বিত মা পুষ্টকামুরী গ্রামের মরহুম সালাম মল্লিকের স্ত্রী সুফিয়া সালাম, নির্যতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী বাইমহাটী গ্রামের মৃত আঃ সামাদের স্ত্রী কুলছুম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী তরফপুর গ্রামের আঃ সালামের স্ত্রী রোকেয়া বেগম।
এর আগে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তির মঞ্চের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মুক্তির মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।