মির্জাপুরে সেনাবাহিনী কর্তৃক গবাদি প্রাণি ও হাঁস মুরগীর চিকিৎসা সেবা


টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জনসাধারণের গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর বিনামুল্যে টিকা, কৃমিসাশক ও অসুস্থ্য গবাদি প্রাণির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চল এই চিকিৎসা সেবার আয়োজন করে।
আরভি এন্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন কর্নেল আব্দুল বাকী পিএসসি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল মুঃ রেজাউল করিম, মেজর আসাদ ,মেজর মুক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমেদ, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর লতিফ মাহামুদ প্রমুখ।
পূর্বনির্ধারিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় জনসাধারণ তাদের গবাদি প্রাণি, হাঁস-মুরগী নিয়ে সমবেত হতে থাকে। দিনব্যাপি এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে ১ হাজার ৫শ টি গরু, ২৫ টি মহিষ, ১শ টি ছাগল এবং ১২ হাজার হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান হয় বলে আযোজকরা জানিয়েছেন।