প্রিয়াঙ্কাকে ‘প্রতারক’ বলে ক্ষমা চাইলো লেখক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৪৭৭

সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনের দ্য কাট ওয়েবসাইটে একটি প্রতিবেদনে প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয় যে, তিনি নিক জোনাসের সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ঠকিয়েছেন, এমনকি তাকে প্রতারক বলেও আখ্যা দেয়া হয়। কিন্তু এখন এ প্রতিবেদনের লেখক মারিয়া স্মিথ টুইট বার্তায় প্রিয়াঙ্কা ও নিকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

এ সপ্তাহে দ্য কাটে প্রকাশিত এ প্রতিবেদনটি নিয়ে ব্যাপক তোলপাড় পড়ে যায়, প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। মারিয়া স্মিথ দ্য কাটের লেখায় শিরোনাম দিয়েছিলেন: ‘প্রিয়াঙ্কা চোপড়া ও নিকের ভালোবাসা কি সত্যি?’ লেখায় বলা হয়, প্রিয়াঙ্কা এ বিয়ে করেছেন মূলত হলিউডে একটা শক্ত অবস্থান তৈরির জন্য।

লেখাটি প্রকাশ পাওয়ার পর ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে নিউইয়র্ক ম্যাগাজিন। ফলে লেখাটি প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছেন ম্যাগাজিনটি। সেই সাথে গতকাল শনিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে মারিয়া স্মিথ ক্ষমা চেয়ে লিখেছেন, ‘আমি আত্মপক্ষ সমর্থন করে বলছি, আমার লেখা দিয়ে আহত করায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এবং পাঠকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি যা লিখেছি, তার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি আর সেটা ভুল ছিল; আমি সত্যিই দুঃখিত।’

তবে লেখা প্রকাশের পর বলিউডে প্রতিবাদ উঠলেও শান্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি শীর্ষ দৈনিককে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত বা মন্তব্য করতে চাই না। এটা আমার স্তরের মধ্যেই পড়ে না। এ মুহূর্তে আমি খুব সুখে আছি। অহরহ ঘটে যাওয়া এসব জিনিস আমাকে বিরক্তও করতে পারে না।’